শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার শুরু বৃহস্পতিবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ নিউজ ডেস্ক :সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে দেশের পূজামণ্ডপগুলো। মহালয়া, বোধন ও সন্ধিপূজা-এই তিন পর্ব মিলে হয় দুর্গোৎসব। তবে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এবার শারদীয় ‘দুর্গোৎসব’কে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ এবার কোনো উৎসব হবে না, শুধু পূজা হবে। দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়, সেদিন হয় মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সেদিন ‘কন্যারূপে’ মর্তে আসেন দেবী দুর্গা। গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বুধবার পঞ্চমী তিথিতে দেবীর বোধন হবে। আগামীকাল বৃহস্পতিবার মহাষষ্ঠী তিথিতে ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল অনুষ্ঠান। আগামী সোমবার মহাদশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মহামারি করোনার কারণে এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার পূজামণ্ডপের সংখ্যাও কিছুটা কম। এবার ৩০ হাজার ৮১টি মণ্ডপে পূজার আয়োজন চলছে। পূজামণ্ডপে যাওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুসরণ করতে বলা হয়েছে। মণ্ডপ ও ভক্ত পুজারিদের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় পূজাকে কেন্দ্র করে শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও আলোকসজ্জা থেকে বিরত থাকতে বলা হয়েছে। Share this:FacebookX Related posts: বায়তুল মোকাররম থেকে ইশরাকের প্রচারণা শুরু মুজিববর্ষের কাউন্টডাউন শুরু, উদ্বোধন বিকেলে মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার নতুন রূপে বিমানবন্দর স্টেশন খুলছে বৃহস্পতিবার আজ থেকে শুরু ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা, জানা যাবে দুপুরে প্রধানমন্ত্রী বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বৃহস্পতিবার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনার টিকা প্রয়োগ শুরু ১০ লাখ শীতার্তের পাশে দাঁড়াতে কাতার চ্যারিটির ‘মিলিয়ন স্মাইলস’ক্যাম্পেইন শুরু সংসদ অধিবেশন শুরু সারাদেশে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি শুরু সারাদেশে একযোগে করোনার গণটিকা শুরু SHARES Matched Content জাতীয় বিষয়: আনুষ্ঠানিকতারদুর্গাপূজারবৃহস্পতিবারমূলশারদীয়শুরু