এসএসসির ফল ৩০ ডিসেম্বর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ অনলাইন ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, বই উৎসব উদ্বোধনের দিন ফল প্রকাশ করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। এবার শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) ফল দেওয়া হবে। Share this:FacebookX Related posts: যেভাবে প্রকাশ করা হবে এসএসসির ফল এসএসসির নতুন সূচি প্রকাশ এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না: শিক্ষামন্ত্রী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ‘শিগগিরই একাদশে ভর্তি কার্যক্রম শুরু’ সিএমএইচে ভর্তি শিক্ষা সচিব প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি মনসুরুল আলম স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন হচ্ছে ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন প্রাথমিকের সব শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রশ্ন অবান্তর: শিক্ষামন্ত্রী তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন SHARES Matched Content জাতীয় বিষয়: ৩০ ডিসেম্বরএসএসসির ফল