ইসি গঠনে রাষ্ট্রপতিকে ৬ প্রস্তাব দিল ওয়ার্কার্স পার্টি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ অনলাইন ডেস্ক : একটি স্বাধীন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য ছয়টি প্রস্তাবনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পেশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। চলমান সংলাপের পঞ্চম দিনে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় দলটির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বাধীন সাত সদস্যের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপ্রধান একটি স্বাধীন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইসি গঠনের ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন উল্লেখ করে প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, প্রতিনিধিদল নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানায়। তারা নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে ছয় দফা প্রস্তাব পেশ করে। রাষ্ট্রপতি বলেন, ‘রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে তৃণমূল পর্যায়ে সঠিক জনমত গড়ে তুলতে হবে। রাজনীতিতে গুণগত মান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যাবে।’ প্রতিনিধিদলের নেতারা বলেন, নির্বাচন কমিশন যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। প্রতিনিধিদলের নেতারা বছরের শুরুতেই জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য প্রস্তাব করেন। এছাড়া নির্বাচন কমিশন থেকে নির্বাচনি আইনগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ব্যাপারে মতামত দেন। ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশন গঠনে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত গ্রহণেরও প্রস্তাব দেয়। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ২০ ডিসেম্বর সংলাপের প্রথম দিনে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন। এ পর্যন্ত মোট সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে এবং ইসলামী ঐক্যজোট সঙ্গে ওই দিন সন্ধ্যা ৬টায়। গণফোরামের সঙ্গে বৈঠক হবে আগামী ০২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এবং বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে সন্ধ্যা ৭টায়। আগামী ০৩ জানুয়ারি বিকেল ৪টায় সংলাপ হবে গণতন্ত্রী পার্টির সঙ্গে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে সন্ধ্যা ৭টায়। অন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি। Share this:FacebookX Related posts: ২০১৯ সালে সড়কে ঝরেছে ৭৮৫৫ প্রাণ ‘দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ অন্যদের শিক্ষা দিতে পারে’ বাজেট অধিবেশনে করোনা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বৈঠক কোভিড-১৯ মহামারী মোকাবেলায় দ্রুত টিকা উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর মে মাসে সড়কে ঝরল ২৯২ প্রাণ মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে বিচারের সম্মুখীন করবো : পররাষ্ট্রমন্ত্রী ১৭-১৮ ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ পদ্মা সেতুর টোল: কোন যানবাহনে কত হবে আরও বাড়তে পারে শীত ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে করোনায় প্রাণ গেল আরও ৩৬ জনের রোজিনা ইসলামকে নিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের উদ্বেগ SHARES Matched Content জাতীয় বিষয়: ৬ প্রস্তাব দিলইসি গঠনেওয়ার্কার্স পার্টিরাষ্ট্রপতিকে