​ ফরিদপুরে ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফল

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ১৭ ইউনিয়নের বেসরকারী ফলাফল ১০ টিতে আওয়ামী লীগ, ৬টিতে স্বতন্ত্র-বিদ্রোহী আওয়ামী লীগ, ১ টিতে স্বতন্ত্র(বিএনপি সমর্থক) নির্বাচিত হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি ভাবে নির্বাচিত ফলাফল

নগরকান্দা উপজেলা:

চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির (নৌকা), পুরাপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির (আনারস), কোদালিয়া শহীদনগর ইউনিয়নে খোন্দকার জাকির হোসেন নিলু (নৌকা), কাইচাইল ইউনিয়নে মোস্তফা খান (নৌকা), লস্করদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান বাবুল তালুকদার (চশমা), তালমা ইউনিয়নে কামাল হোসেন মিয়া (মোটরসাইকেল), রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মন্ডল (আনারস), ডাঙ্গী ইউনিয়নে কাজী আবুল কালাম (নৌকা), ফুলসুতি ইউনিয়নে আরিফ হোসেন (নৌকা)।

সালথা উপজেলা:

গট্টি ইউনিয়নে হাবিবুর রহমান লাভলু (নৌকা), আটঘর ইউনিয়নে শহিদুল ইসলাম সোহাগ(নৌকা), ভাওয়াল ইউনিয়নে ফারুকুজ্জামান ফকির মিয়া ( নৌকা ), মাঝারদিয়া ইউনিয়নে আফসারউদ্দিন ( নৌকা), রামকান্তপুর ইউনিয়নে মো. ইশারত হোসেন ( টেলিফোন), যদুনন্দি ইউনিয়নে মো. রফিক মোল্যা ( মোটরসাইকেল ), সোনাপুর ইউনিয়নে খায়রুজ্জামান বাবু ( নৌকা), বল্লভদী ইউনিয়নে খন্দকার শাহিনুজ্জামান( আনারস)।