আর্মি সার্ভিস কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১ আর্মি সার্ভিস কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এর ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার এ্যান্ড স্কুল (এএসসিসিএ্যান্ডএস)-এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে সেনা সদর, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। আর্মি সার্ভিস কোরের ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যদের মাঝে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। Share this:FacebookX Related posts: ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাই কমিশনারের পরিচয়পত্র পেশ ৩ লাখ মাস্ক এসেছে চীন থেকে নববর্ষের অনুষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী ১৭০ সাংসদকে করোনা পরীক্ষার নির্দেশ ‘আল্লামা শফীর মৃত্যু নিয়ে বাবুনগরী মিথ্যাচার করছেন’ ডিএমপির ২২ পরিদর্শক বদলি আবদুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৭ টিকা নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২১ বিদেশি কূটনীতিক জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলে আইনি জটিলতা হবে না : আইনমন্ত্রী সাঈদ খোকনের পরিবার সংশ্লিষ্ট ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ তাপসের প্ররোচনায় দুদক ব্যাংক হিসাব বন্ধ করেছে: সাঈদ খোকন SHARES Matched Content জাতীয় বিষয়: আর্মিসম্মেলন অনুষ্ঠিতসার্ভিস কোরের অধিনায়ক