টিকা নি‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২১ বি‌দে‌শি কূটনী‌তিক

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

সময় সংবাদ ডেস্কঃপররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলমসহ ঢাকায় অবস্থান করা বি‌দে‌শি ২১ কূটনী‌তিক ক‌রোনাভাইরা‌সের টিকা নি‌য়ে‌ছেন। বুধবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নেন তারা।

প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলমের পর টিকা নেন ভ্যাটিকেন সিটির প্রতিনিধি এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি ও ভারতীয় হাইক‌মিশনার বিক্রম দ্বোরাইস্বামী। যারা ভারতীয় টিকা নি‌য়ে সংশয় প্রকাশ করছে তারা বোকার স্ব‌র্গে বসবাস কর‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রেন প্রতিমন্ত্রী। টিকা নিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার বিষয়ে সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন শাহ‌রিয়ার আলম। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার বিক্রম দ্বোরাইস্বামী সবাইকে টিকা নিতে অনুরোধ করেন। করোনা বাস্তব্তায় নয়া দি‌ল্লি ঢাকার পা‌শে থাক‌বে ব‌লে মন্তব্য করেন তিনি।