বুড়িগঙ্গায় নৌকাডুবিতে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

অনলাইন ডেস্ক : কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ রয়েছেন আরও দু’জন।

সোমবার সকাল পৌণে ৯টার দিকে ১১ জন যাত্রী নিয়ে একটি ডিঙ্গি নৌকা ডুবে যায়।

নিহতরা হলেন, রেখা বেগম (২৯) ও তার মেয়ে সানজিদা (৮)।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি ডিঙ্গি নৌকা ১১ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে সাত জন সাঁতরে তীরে উঠলেও চার জন নিখোঁজ হয়।

তিনি জানান, নিখোঁজ চার জনের মধ্যে রেখা বেগম ও তার মেয়ে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও শীতল (২৭) ও তার ছেলে শফিকুলের (৭) সন্ধানে ডুবুরিরা কাজ করছে।