করোনায় মৃত্যু কমে ২, শনাক্তের হার ১.০৮ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১ অনলাইন ডেস্ক ; করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মাত্র ২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৮৭০ জনের প্রাণ কেড়ে নিল। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৪ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। Share this:FacebookX Related posts: করোনায় ১০ জন আইসোলেশনে রয়েছেন: আইইডিসিআর করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার করোনায় প্রাণ গেলো আরও ৩৭ জনের করোনায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে ৩৮ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন করোনায় আক্রান্ত ৪৪৩ জন করোনায় প্রাণ গেল আরও ৩৬ জনের করোনায় ১৭ বিলিয়ন ডলারের ক্ষতি : প্রধানমন্ত্রী করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়মৃত্যু কমে ২শনাক্তের হার ১.০৮