করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও ৩ জন নারী। একই সময়ে নতুন করে ৩০৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জনে। এর আগের দিন বুধবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছিলো ২৯৪ জন। Share this:FacebookX Related posts: বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও শনাক্ত করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে করোনায় ঘাবড়ানোর কিছু নেই : প্রধানমন্ত্রী করোনায় নতুন শনাক্ত ৬৬৫, মৃত ২ দেশে করোনায় নতুন মৃত্যু ৮, শনাক্ত ৬৩৬ করোনায় ২৪ ঘণ্টায় ফের সর্বোচ্চ শনাক্ত করোনায় সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ করোনায় সাড়ে ৩ হাজারেরও বেশি প্রাণহানী দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ করোনায় সুস্থতার হার ৭৯.৩২ শতাংশ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগী SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়বেড়েছেমৃত্যু ও শনাক্ত