করোনায় সুস্থতার হার ৭৯.৩২ শতাংশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ নিউজ ডেস্ক :গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার ৭৯ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬১০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ৭৩৩ জন। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৯৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ তিন হাজার ৭৯ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি। শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৫৪৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯জন, রংপুর বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ১০৯ জন, বরিশাল বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, সিলেট বিভাগে ৯৩ জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। Share this:FacebookX Related posts: ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার ৭৮.৩২ শতাংশ করোনায় সুস্থতার হার ৮৩ শতাংশ ছাড়াল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৯ শতাংশ ছাড়িয়েছে করোনায় সুস্থতার হার ৮০.৮৫ শতাংশ দেশে করোনায় নতুন করে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নতুন শনাক্ত ২১৯ জন করোনায় দেশে নতুন মৃত্যু ১৫, শনাক্ত ২৬৬ করোনায় মৃত্যু ৬ হাজার ৯০০ ছাড়াল করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ দেশে করোনায় আরও ৩০ মৃত্যু করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন SHARES Matched Content জাতীয় বিষয়: ৭৯.৩২করোনায়শতাংশসুস্থতারহার