হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১ এম.এ খালেক হালুয়াঘাটঃময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সাংসদ জুয়েল আরেং। মঙ্গলবার (২১ সেপ্টম্বর) সকালে উদ্বোধন শেষে বিদ্যালয় কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আরেং এমপি শিক্ষার মানোন্নয়নের গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষকের সমন্বয় আনতে হবে। প্রধান অতিথি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আরো যতœশীল হবার পরামর্শ দেন। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশের্দ আনোয়ার খোকন,সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন,বজলুর রহমান,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জয়রামকুড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন। Share this:FacebookX Related posts: গৌরীপুর কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি বিস্কুট বিতরণের উদ্বোধন হালুয়াঘাটে ভর্তুকী মূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হালুয়াঘাটে মাছ ও মাংস মহালের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সাংসদ জুয়েল আরেং SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: আরেং।উদ্বোধনজুয়েলদ্বিতলভবনসাংসদহালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের