হালুয়াঘাটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ এম.এ খালেক হালুযাঘাটঃসংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার”বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩জুন) সকালে পৌরশহরের পুরাতন বাসষ্টেন্ড দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি কবিরুল ইসলাম বেগ’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ,পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, ,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান,উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন কুমার সরকার,যুলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন সহ বিভিন্ন স্থরের রাজনৈতিক পর্যায়ের নেতৃবৃন্দ। সকালে সংসদ জুয়েল আরেং সহ দলীয় নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন। এর পর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত,১৯৪৯ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকার কে এম দাস রোডের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ হয় পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে ‘মুসলিম’ ও দেশ স্বাধীনের পর ‘পূর্ব বাংলা’র পরিবর্তে বাংলাদেশ যুক্ত হয়। আওয়ামী লীগ ৭২ বছরে আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ রেখা তৈরি করেছে। দলটির নেতৃত্বে ভাষা, স্বাধীনতা ও উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি অর্জন হয়েছে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: পালিতপ্রতিষ্ঠাবাষির্কীহালুয়াঘাটে আওয়ামীলীগের