রাণীনগরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার তাকে উদ্ধারের পর শুক্রবার সকালে মেডিক্যাল চেকআপ এবং আদালতে জবান বন্দির জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজান জানান,গত ৭ সেপ্টেম্বর সকাল অনুমান ৭টায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক ব্যক্তির ৮ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে প্রাইভেট পরার জন্য বেতগাড়ী বাজারে যায়। এসময় উপজেলার ঘোষগ্রামের বাছের আলীর ছেলে রাহিমসহ কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায় এমন অভিযোগে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত দায়েরকৃত অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ডভুক্তসহ অপহৃতাকে উদ্ধার ও আসামী গ্রেফতারের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর রাণীনগর থানায় মামলাভুক্ত করা হয়। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন,উদ্ধার অপহৃতাকে শুক্রবার সকালে মেডিকেল চেকআপ এবং জবান বন্দির জন্য পাঠানো হয়েছে। তবে এঘটনায় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: No related posts. SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধাররাণীনগরে