জামালপুরে সতর্ক অবস্থানে প্রশাসন, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : জামালপুরে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে (বৃহস্পতিবার) সকাল থেকেই সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। মাঠে রয়েছে আনসার পুলিশ র্যাব ও সেনাবাহিনী। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। তবে শহরতলিতে কিছু কিছু হোটেল ও দোকানে মানুষের জটলা আছেই। আইনশৃঙ্খলাবাহিনীর টহল দেখলে সবাই যে যার মতো কেটে পড়েন, তারা চলে গেলে লোকজন আবার ফিরে আসে আগের অবস্থানেই। জেলা প্রশাসনের কর্মকর্তারাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এরমধ্যে সকালে শহরের মির্জা আজম চত্ত্বরের পাশে চালু থাকা মোহিনী বিড়ি ফ্যাক্টরিতে হানা দিয়েছেন ইউএনও লিটুস লরেন্স চিরান। তিনি ওই ফ্যাক্টরিতে স্বাস্থ্যবিধি না মেনে কাজ করা কারিগরদের কাজ বন্ধ করে দিয়ে বাড়িতে পাঠান। প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে লকডাউনের ভেতর ওই ফ্যাক্টরির কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দেন। ইউএনও বলেন, মানবতাকে প্রাধান্য দিয়ে প্রথমে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে। লোকজনকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি অপ্রয়োজনে তারা যাতে বাইরে না আসেন সেজন্য মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কেউ যদি সরকারি নির্দেশনা অমান্য করে কোনো বিপনী বিতান, মার্কেট, হোটেল-রেস্তোরাঁ খুলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহর ও শহরতলি ঘুরে দেখা গেছে, বিক্ষিপ্তভাবে কিছু অটোরিকশা, হোন্ডা, প্রাইভেট কার, পিকআপ চলছে। শহরতলিতে খোলা রয়েছে হোটেল ও দোকানপাট। মোড়ে মোড়ে মানুষের জটলা আছেই। অনেকেই পায়ে হেঁটে কেউবা রিকশাযোগে শহরে প্রবেশ করছেন। আইনশৃঙ্খলাবাহিনীর জেরার মুখে অধিকাংশরাই জরুরি কাজে বের হওয়ার কথা বলছেন। শহরের মোড়ে মোড়ে পুলিশি নজরদারি চলছে। তারা অপ্রয়োজনে বের হওয়া লোকজনদের ফিরিয়ে দিচ্ছেন।অবাধে যাতে কেউ শহরে প্রবেশ করতে না পারে সেজন্য শহরের বিভিন্ন প্রবেশ পথ বাঁশ দিয়ে সংকুচিত করে রাখা হয়েছে। Share this:FacebookX Related posts: জামালপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নন্দীগ্রামে করোনা সংক্রমণরোধে হাট ভেঙ্গে দিল প্রশাসন জামালপুরে পানিবন্দি দেড়লাখ মানুষ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট জামালপুরে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন জামালপুরে করোনা টেস্ট ফি বাতিলসহ বেকার ভাতার দাবিতে মানববন্ধন জামালপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত জামালপুরে এসিডে দগ্ধ স্বামী-স্ত্রী জামালপুরে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা জামালপুরে সরকারি ঘর পাচ্ছে ১৪৭৮ পরিবার জামালপুরে এক সপ্তাহে করোনায় আক্রান্ত ৩৮ জন জামালপুরে বজ্রপাতে ঝরল ৬ প্রাণ জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক SHARES Matched Content দেশের খবর বিষয়: জামালপুরেপ্রশাসনমাঠে আইনশৃঙ্খলা বাহিনীসতর্ক অবস্থানে