ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালক নিহত

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার-এ নিয়ন্ত্রণ হারিয়ে টিপু (২০) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভোরের দিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গিয়ে তারা সবাই আহত হয়। পরে তাদেরকে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন।

আহত শাহিন (১৮), নাঈমকে (২০) জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত বলেও জানান বাচ্চু মিয়া।

নিহত টিপু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ আব্দুর রহিমের ছেলে। অ্যালিফ্যান্ট রোড স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন।

মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।

মোটরসাইকেলে থাকা আহত শাহীন জানান, তারা ভোরে টিপুর সঙ্গে তার মোটর সাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। পরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।