মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে সাব্বির হোসনে সিয়াম (১৩) এবং ইমরান (১৭) নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় বাইজিদ (১৫) নামে আরও এক কিশোরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা-ধানতারা শাখা সড়কের মন্ডলপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

এদের মধ্যে নিহত সাব্বির হোসনে সিয়াম নিলফামারী জেলার রহুল আমিনের ছেলে, ভাটার ধামরাইয়ের আইয়ুব আলমের ছেলে বাইজিদ (১৫)। এছাড়া আহত ইমরান (১৭) ধামরাই উপজেলার কুমড়াইল এলাকার বাসিন্দা ইয়াহিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার বেলা ১২ টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা এলাকা দিয়ে একই মোটরসাইকেলযোগে সাব্বির, বাইজিদ ও ইমরান কুমড়াইল যাচ্ছিলো। এক পর্যায়ে তারা বাইশাকান্দা- ধানতারা সড়কের মন্ডলবাড়ী এলাকায় মোড় ঘুড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ইটের স্তুপে সজোরে ধাক্কা মারে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় চালক সাব্বির। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাইজিদ ও ইমরানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল আরোহী ইমরান মারা যায়। বর্তমানে আহত ভাইদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হেসেন বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে থাকা সবাই কিশোর বয়সের। দ্রুতগতিতে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।