মহারাষ্ট্রের জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ২১, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে ১৩ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার (২১ মে) সকালে রাজ্যের গড়চিরৌলির এটাপল্লি জঙ্গলে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের জওয়ানরা।

পুলিশ জানায়, এটাপল্লির জঙ্গলে ঢুকতেই জওয়ানদের লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দুই পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ গুলির লড়াই চলে। পরে ১৩ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।

গড়চিরৌলি পুলিশের ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। গত ২৯ মার্চ গড়চিরৌলিতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে দুই নারীসহ পাঁচ মাওবাদী নিহত হয়।

সে সময় তল্লাশি চালিয়ে প্রেসার কুকার বোমা, তিনশোর বেশি কার্তুজ, ম্যাগাজিন, বেশই কিছু নথি এবং বই উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

গত সপ্তাহেও গড়চিরোলিতে গুলির লড়াই হয়। পুলিশ খবর পায় ওই জঙ্গলে কমপক্ষে ২৫ জন মাওবাদী গা ঢাকা দিয়েছে। তারপরই শুরু হয় গুলির লড়াই। পরে ওই জঙ্গল থেকে দুইজন নকশালের দেহ উদ্ধার হয়।