কোন প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠানকে চীনের করোনা ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি।রোববার রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চীনের সিনোফার্ম করোনা টিকা দেশে উৎপাদনে ঔষধ প্রশাসন অধিদপ্তর এখনো কাউকে কোন অনুমোদন দেয়নি। এ ধরনের বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না করার জন্য সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

এর আগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে চীনের করোনা ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।