স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ রইজ উদ্দিন

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

অনলাইন ডেস্ক : স্বাধীনতা পদকের তালিকা থেকে এস এম রইজ উদ্দিনের নাম প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তার নাম বাদ দেয়া হয়। রইজ উদ্দিন স্বাধীনতা পুরস্কার ২০২০ এ সাহিত্য বিভাগের জন্য মনোনীত হয়েছিলেন। গেলো ২০শে ফেব্রুয়ারি দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই সাহিত্যে এস এম রইজ উদ্দিনের মনোনয়ন নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রইজ উদ্দিন গত ১৫ জানুয়ারি অবসরে গেছেন খুলনা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনারের পদে থেকে।

সরকারি ওয়েবসাইটে দেওয়া জীবন বৃত্তান্তের তথ্য অনুযায়ী, রইজ উদ্দিনের জন্ম ১৯৬০ সালের ১৫ জানুয়ারি, নড়াইলের লোহাগড়া থানার কুমড়ী গ্রামে।

যারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার ৪ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন- বস্ত্র ও পাটমন্ত্রী এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), মরহুম কমান্ডার (অব.) আব্দুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান।

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির এবার চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
লেখক কালীপদ দাস এবং নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
ভারতেশ্বরী হোমস শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে।