‘আমাকেও গ্রেফতার করুন, নইলে নিজাম প্যালেস ছাড়ব না’

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

অনলাইন ডেস্ক : ‘আমাকে গ্রেফতার করুন, নইলে নিজাম প্যালেস ছাড়ব না’ ভারতের কলকাতার সিবিআই দফতরে গিয়ে এভাবে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে নারদ মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে।

এই গ্রেফতারির খবর পাওয়া মাত্রই স্থানীয় সময় বেলা ১১টার কিছু আগে নিজাম প্যালেস পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরাসরি নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআই দপ্তরে উঠে যান মুখ্যমন্ত্রী। প্রথমে কথা বলেন আইনজীবীদের সঙ্গে। এরপর সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দাবি করেন, যেভাবে এই চার রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে তা বেআইনি।

তৃণমূল নেতা তথা আইনজীবী অনিন্দ্য রাউত জানিয়েছেন, এখনও সিবিআই দপ্তরেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, তাঁকেও গ্রেফতার করতে হবে। তা নাহলে সিবিআইয়ের দপ্তর থেকে সরবেন না।

যে চার হেভিওয়েটকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে তিন জন বিধায়ক। ফলে এই গোটা প্রক্রিয়ায় বিধানসভার অধ্যক্ষের অনুমতির প্রয়োজন। কিন্তু সিবিআইয়ের তরফে এই চার নেতার বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যপালের অনুমতি নেওয়া হয়। তারপরই এই গ্রেফতারি। এমনকী আগাম কোনও নোটিসও দেওয়া হয়নি বলেই অভিযোগ। ফলে গোটা প্রক্রিয়াই বেআইনি বলে দাবি করা হচ্ছে। তৈরি হয়েছে জটিলতাও। সূত্র, সংবাদ প্রতিদিন।