ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশে চাকরি করতে হবে : আইজিপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশ হিসেবে চাকরি করতে হবে।’ বৃহস্পতিবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশ হিসেবে চাকরি করতে হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।’ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, ‘পদোন্নতি শুধু আপনাদের জন্যই নয়, পরিবারের সদস্যদের জন্যও অত্যন্ত সম্মান এবং আনন্দের। ড. বেনজীর আহমেদ বলেন, ‘আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে, যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে বর্জন করতে হবে। পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে।’ পুলিশপ্রধান আরও বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন বাংলাদেশ পুলিশ। এ সংগঠনের সম্মান ও মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে।’ ইউনিটভিত্তিক কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রধান হিসেবে যথাক্রমে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান ও এসবি প্রধান মো. মনিরুল ইসলাম র্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও মাহফুজা লিজা বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটপ্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি ‘পুলিশকে আধুনিক করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি’-আইজিপি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ নতুন আইজিপি বেনজীর আহমেদ এই যুদ্ধে পুলিশের ট্রেনিং নেই, তবুও মাঠে আছি : আইজিপি আক্রান্ত ২১৮ পুলিশ সদস্যের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন আইজিপি ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি মাদকমুক্ত পুলিশ গড়তে ‘জিরো টলারেন্স’ : আইজিপি থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি দুর্নীতিবাজদের পুলিশে দেখতে চাই না: আইজিপি পুলিশকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে : আইজিপি তোমরা জঙ্গি কর্মকাণ্ড থেকে ফিরে এসো: আইজিপি SHARES Matched Content জাতীয় বিষয়: আইজিপিগর্বের সঙ্গেপুলিশে চাকরি করতে হবেভালোবেসে