তোমরা জঙ্গি কর্মকাণ্ড থেকে ফিরে এসো: আইজিপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : এখনো যারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত, তাদের আলোর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। তিনি বলেন, ‘তোমরা যারা এখনো জঙ্গিবাদের সঙ্গে আছ, সবাই ফিরে আসো। স্বাভাবিক জীবনের সব ধরনের ব্যবস্থা করা হবে।’ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে আয়োজিত ৯ জঙ্গির আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আইজিপি বলেন, ‘অনেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আর জঙ্গিবাদের কারণে এখন তাদের পরিবার সমাজ থেকে যেমন বিচ্যুত হয়ে যাচ্ছে, তেমনি তাদের স্বাভাবিক জীবন-যাপনে মারাত্মক ব্যাঘাত ঘটছে।’ তিনি বলেন, ‘ককটেল ও জর্দার কৌটা বা এই জাতীয় জিনিসপত্র দিয়ে তোমরা কারও বিরুদ্ধেই বিজয়ী হতে পারবে না। যারা এখনো জঙ্গিবাদের মতো ভুল পথে আছ, তাদের ফিরে আসতে হবে। আর অতীতে যারা জঙ্গিবাদে জড়িয়ে ছিল, তারা সম্পূর্ণভাবে সফল হতে পারেনি। তাদের সব জঙ্গি কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী ভেস্তে দিয়েছে।’ জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘কারা, কিভাবে জঙ্গিবাদের জড়িয়ে সক্রিয়ভাবে কাজ করছে, সে বিষয়ে পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে। হয়তো সে ক্ষেত্রে এখনো যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন না, তাদের আইনের আওতায় চলে আসতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘হলি আর্টিজান হামলার পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের নানা বিধি-নিষেধ দিয়েছে। অনেকে বলেছে বাংলাদেশে আর ঘুরে দাঁড়াতে পারবে না। পৃথিবীর কোনো দেশ আমাদের তখন সহায়তা করেনি। কিন্তু দেশের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদকে পরাজিত করেছি। শুধু একবার নয়, জঙ্গিবাদ বারবার মাথাচাড়া দিয়ে উঠলো আমরা বারবার পরাজিত করবো। কোনোক্রমেই দেশে জঙ্গিবাদের কার্যক্রম সফল হতে দেব না। সেভাবে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’ যারা জঙ্গিবাদ থেকে ফিরে এসেছে, তাদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘তোমরা আলোর পথের অভিযাত্রী। এটা দুঃসাহসিক কাজ। এ জন্য তোমাদের অভিনন্দন। জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এই ধারা বাংলাদেশে এই প্রথম চালু হয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে যারা স্বেচ্ছায় অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ এসেছে, তাদের স্বাভাবিক জীবনে সরকার সব ধরনের সহযোগিতা করছে। যারা আসবে, তাদের জন্যও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এজন্যই বলবো, সবাই ফিরে এসো।’ এর আগে র্যাব মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ৯ জঙ্গি আত্মসমর্পণ করে। Share this:FacebookX Related posts: থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি ‘পুলিশকে আধুনিক করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি’-আইজিপি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ নতুন আইজিপি বেনজীর আহমেদ এই যুদ্ধে পুলিশের ট্রেনিং নেই, তবুও মাঠে আছি : আইজিপি আক্রান্ত ২১৮ পুলিশ সদস্যের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন আইজিপি ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি মাদকমুক্ত পুলিশ গড়তে ‘জিরো টলারেন্স’ : আইজিপি থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি দুর্নীতিবাজদের পুলিশে দেখতে চাই না: আইজিপি পুলিশকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে : আইজিপি আমরা জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলতে চাই: আইজিপি SHARES Matched Content জাতীয় বিষয়: আইজিপিজঙ্গি কর্মকাণ্ড থেকে ফিরে এসোতোমরা