দুর্নীতিবাজদের পুলিশে দেখতে চাই না: আইজিপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জনগণের সাথে দুর্ব্যবহারকারী, দুর্নীতিবাজদের আমরা পুলিশে দেখতে চাই না। আমরা পুলিশে জঞ্জাল পরিষ্কার করতে চাই। আমরা ভাল পুলিশ চাই। পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজশাহীর সারদার চেমনি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক সভায় সভাপতিত্ব করেন। প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যত্ন নিয়ে গড়ে তুলতে হবে, যাতে তারা প্রত্যেকে এক একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা ও জনগণের কল্যাণে অবদান রাখতে পারে। তিনি বলেন, সারদা থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ এমনভাবে বপন করতে হবে, যা তারা আজীবন ধরে রাখতে পারে। আইজিপি বলেন, ‘আমরা কোয়ালিটি পুলিশ চাই, কোয়ালিটি সার্ভিস চাই। কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশের ট্রেনিং সেন্টারের। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমির। সৎ, যোগ্য এবং আদর্শ পুলিশ অফিসার ও ফোর্স তৈরির যোগ্যস্থান পুলিশ একাডেমি। আইজিপি বলেন, আমরা পুলিশে পরিবর্তনের সূচনা করেছি। আমাদেরকে পরিবর্তন হতে হবে। এটা যুগের প্রয়োজন, সময়ের চাহিদা। তিনি আরও বলেন, পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে, প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানো হয়েছে। আমরা পুলিশের প্রশিক্ষণকে প্রায়োগিক করতে চাই। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে আইজিপির দিকনির্দেশনা চান। আইজিপি উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। এর আগে সকালে আইজিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৩৭তম সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন। Share this:FacebookX Related posts: থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি ‘পুলিশকে আধুনিক করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি’-আইজিপি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ নতুন আইজিপি বেনজীর আহমেদ এই যুদ্ধে পুলিশের ট্রেনিং নেই, তবুও মাঠে আছি : আইজিপি আক্রান্ত ২১৮ পুলিশ সদস্যের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন আইজিপি ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৪৩ পুলিশে করোনা আক্রান্ত ১২ হাজার ছাড়ালো মাদকমুক্ত পুলিশ গড়তে ‘জিরো টলারেন্স’ : আইজিপি থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি পুলিশের কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা : আইজিপি SHARES Matched Content জাতীয় বিষয়: আইজিপিদুর্নীতিবাজদেরদেখতে চাই নাপুলিশে