শপথ নেওয়ার পর যা বললেন মমতা

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ৫, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে শপথ বাক্য পাঠ করান।

মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করার পরে মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা। রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তার পর বিকাল ৩টার সময় সংবাদ সম্মেলন করবেন মমতা। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে সবাইকে জানাবেন মুখ্যমন্ত্রী।

তৃতীয়বার বাংলার মসনদে বসায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সেই অভিনন্দন বার্তার পালটা ধন্যবাদ জানিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদিকে টুইটারে এদিন মমতা আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের স্বার্থে কেন্দ্রের থেকে সহযোগিতা চাই। আমি পূর্ণ সহযোগিতা করব। আশা করব, আমরা একসঙ্গে এই অতিমারীর বিরুদ্ধে লড়াই করব এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ে নয়া দৃষ্টান্ত তৈরি করব।’

অন্যদিকে, শপথবাক্য পাঠ করেই এদিন নয়া মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় শান্তি বজায় রাখুন। কেউ প্রতিহিংসাপরায়ন আচরণ করবেন না। কেউ অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

এদিন মমতা বলেন, এতদিন নির্বাচনের কারণে রাজ্যের আইন-শৃঙ্খলা কমিশনের আওতায় ছিল। এবার রাজ্যে অধীনে তা আনা হবে। রাজ্যে হিংসা দমনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর আসনে বসে প্রথমেই মমতার নজর কোভিড পরিস্থিতির দিকে। বুধবার রাজভবনে তিনি বলেন, ‘প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা।

এর আগে সোমবারই রাজ্যপাল ধনখড়ের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন মমতা ব্যানার্জী। রাজ্যে নতুন সরকার গঠনের আগের প্রথা মেনেই এই পদত্যাগ করেন তিনি।

পরে টুইট করে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা গৃহীতও হয়েছে। তবে পরবর্তী সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত তাকেই দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে। ওই টুইটের সঙ্গে রাজভবনে মমতা এবং ধনখড়ের একটি ভিডিও শেয়ার করেন রাজ্যপাল।

এর কিছুক্ষণ পরেই টুইট করে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ নেওয়ার দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যপাল।