১২ মে চীনের টিকা আসছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : চীনের উপহারের ৫ লাখ টিকা ১২ মে দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার দুপুরে একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে চীন আমাদের ৫ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, টিকা কেনাকাটার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কেনাকাটা বিষয়ে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এই টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি উৎপাদনকারীদের। এটিও ২৮ দিনের ব্যবধানে ২ ডোজ করে নিতে হয়। এর আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে। উল্লেখ্য, ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করে। Share this:FacebookX Related posts: বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার সরকারি শিল্প আলোর মুখ দেখে না : প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হলেও ফেরার সুযোগ পাবেন কাতার প্রবাসীরা স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ রইজ উদ্দিন বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি গণমাধ্যমে সরকারি চাকুরেদের কথা বলায় নিষেধাজ্ঞা পিছিয়ে গেছে পদ্মাসেতুর উদ্বোধন সাবরিনার দুই এনআইডি : কেউ জড়িত থাকলে ব্যবস্থা করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি কাল টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক SHARES Matched Content জাতীয় বিষয়: ১২ মেচীনের টিকা আসছে