টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃতথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সরকারের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে তিনি এ টিকা নিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রতিমন্ত্রী টিকা নেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম বলেন, প্রতিমন্ত্রী টিকা নেওয়ার পরই তাঁর নিয়মিত কাজে যোগ দিয়েছেন। তিনি ভালো আছেন। টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় জুনাইদ আহ্মেদ বলেছেন, টিকা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার বন্ধে তিনি নিজ আগ্রহেই টিকা নিয়েছেন। টিকা নিয়ে অপপ্রচারে জনগণকে কান না দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। আজ আবার রাজধানীর পাঁচটি হাসপাতালে করোনা টিকার কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৪০০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এর টিকা নেবেন। আজ বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া দিনের প্রথম টিকা নিয়েছেন। আজ এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ মোট ২০০ জনের টিকা নেওয়ার কথা আছে। আজ টিকা দেওয়ার পর এ প্রক্রিয়া বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কদিন টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। Share this:FacebookX Related posts: নদী দখল করে গড়ে ওঠা ধর্মীয় স্থাপনা স্থানান্তর করা হবে: প্রতিমন্ত্রী মুজিব বর্ষে ১০০ সার্ভিসে ১০ কোটি মানুষ সুবিধা পাবে: প্রতিমন্ত্রী আশ্রয় কেন্দ্রে ২৪ লাখ মানুষকে নেয়া হয়েছে : প্রতিমন্ত্রী আম্পানে ১১০০ কোটি টাকা ক্ষতি: প্রতিমন্ত্রী করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফতুল্লায় তিতাসের কর্মরতরা দায়িত্ব পালন করেনি: প্রতিমন্ত্রী ‘খিচুড়ি রান্না’ নিয়ে এতো হৈচৈ করার কিছু নেই: প্রতিমন্ত্রী দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক চলতি বছরে আরো ৫ লাখ মানুষের কর্মসংস্থান: জুনাইদ আহমেদ পলক টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী টিকা নিলেন সিইসি কে এম নূরুল হুদা ৫ম দিনে টিকা নিলেন ২০৪৫৪০ জন SHARES Matched Content জাতীয় বিষয়: আইসিটিটিকা নিলেনপলকপ্রতিমন্ত্রী