ফের গুজরাটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ১৮

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মে ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ভারতের গুজরাটে আবারও করোনা ভাইরাসের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।শুক্রবার মধ্য রাতের পর গুজরাট ভাইরুচের প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে প্রায় ৫০ রোগীর চিকিৎসা চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আইসিইউতে আগুন লাগে। সেখানে ২৪ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিক ভাবে স্থানীয়রা কয়েকজন রোগীকে উদ্ধার করেন। তারই মধ্যে ঘটনাস্থলে আসে দমকল। আরও কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার সকালে এক পুলিশ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পরই আমাদের কাছে ১২ জনের মৃত্যুর খবর ছিল।

প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে একাধিকবার গুজরাটের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।

গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। সেই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। দিনকয়েক আগেই সুরাতের একটি করোনা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছিল।

কর্মকর্তারা দাবি করেছিলেন, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিত ভাবে শহরের অন্যান্য স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে চার জনের মৃত্যু হয়। সূত্র, হিন্দুস্তান টাইমস।