একদিনে করোনায় দেশে শতাধিক মৃত্যুর রেকর্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ১৮২ জনে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার হাজার ৪১৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ দুই হাজার ৯০৮ জন। গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। মোট পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে মৃত ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯, চট্টগ্রামে ২০, রাজশাহীতে তিন, খুলনায় পাঁচ, বরিশালে চার, সিলেটে এক জন, রংপুরে ছয় জন ও ময়মনসিংহে তিন জন রয়েছেন। মৃত ১০১ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৩৪ জন। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে এবং বাড়িতে ৭ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত ৬৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি, ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের আট এবং ৩১ থেকে ৪০ বছরের সাত জন রয়েছেন। গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। Share this:FacebookX Related posts: করোনায় একদিনে হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ২৩ করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত করোনায় একদিনে আরও ৪৩ জনের মৃত্যু করোনায় একদিনে আরও ৬৪ জনের প্রাণহানী করোনায় একদিনে অর্ধশত মৃত্যু করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সঙ্গে আক্রান্তও করোনায় একদিনে অর্ধশতাধিক প্রাণহানী দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ করোনায় সোয়া ১২ লাখ নমুনা পরীক্ষা করোনায় সুস্থতার সংখ্যা ছাড়ালো দেড় লাখ SHARES Matched Content জাতীয় বিষয়: একদিনেকরোনায়দেশে শতাধিক মৃত্যুর রেকর্ড