করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সঙ্গে আক্রান্তও দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ হাজার ১৮১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে।সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৯৪৯ জনের। এ দিন সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন। দেশে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২০টি, জিন-এক্সপার্ট ৩১টি, র্যাপিড অ্যান্টিজেন ৭৩টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৬৬৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি। একই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ১৫ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বাড়িতে এক জন রয়েছেন। একই সময়ে আইসোলেশনে এসেছেন ৩৬৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ চার হাজার ১২৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৯২৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার দুইশ জন। Share this:FacebookX Related posts: করোনায় একদিনে হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ২৩ করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত করোনায় একদিনে আরও ৪৩ জনের মৃত্যু করোনায় একদিনে আরও ৬৪ জনের প্রাণহানী করোনায় একদিনে অর্ধশত মৃত্যু করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী করোনায় সুস্থ রোগীর সংখ্যা লাখ ছাড়ালো করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: একদিনেকরোনায়সর্বোচ্চ মৃত্যুর সঙ্গে আক্রান্তও