মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

অনলাইন ডেস্ক : নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। শুক্রবার তাদের অনশন ৪০ তম দিনে গড়ায়।

গত ২৩ অগাস্ট রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই কর্মসূচি শুরু করে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি।

অনশনে অংশগ্রহণকারীরা জানান, ২০১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট পদের জন্য আবেদন করেছিলেন তারা। তৎকালীন একটি মামলার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর ৭ বছর পেরিয়ে গেলেও নিয়োগের আর কোন সুরাহা হয়নি। ২০১৩ সালে আবেদনকারী ৫ হাজার ৮০০ এর মধ্যে বর্তমানে দুই হাজার জনের বয়স উত্তীর্ণ হয়ে গেছে।

এছাড়া ২০০৮ সালের পর থেকে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ না হওয়ায় গত ১২ বছরে ২৫ থেকে ৩০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার জীবনযাপন করছেন। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও বয়স উত্তীর্ণ অনেক টেকনোলজিস্ট আবেদন করার সুযোগ পাচ্ছেন না।

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন বলেন, ‘শিক্ষাজীবন শেষে সব পরিবারের স্বপ্ন থাকে একটি চাকরির। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট পেশা একমুখী শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে চাইলেও অন্য পেশায় যেতে পারি না।’

তিনি বলেন, ‘এর আগেও দাবি বাস্তবায়নে বেশ কিছু কর্মসূচি দিয়েছিলাম। এখন নিরুপায় হয়ে অনশনে বসতে হলো।’