করোনা শনাক্তের কিট ২১ এপ্রিল সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র-তাদের উদ্ভাবিত দ্রুত করোনা শনাক্তের কিট আগামী মঙ্গলবার বা বুধবার (২১ বা ২২ এপ্রিল) অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করবে। এমনটাই জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে ১১ এপ্রিল সরকারের কাছে কিট হস্তান্তরের কথা থাকলেও গণস্বাস্থ্য কেন্দ্র আগের দিন তা স্থগিত করে গণমাধ্যমে বিবৃতি দেয়। এরপরই আজ মঙ্গলবার তিনি কিট হস্তান্তরের নতুন তারিখ জানালেন। ডা: জাফরুল্লাহ বলেন, ইলেট্রিক্যাল এবং মেকানিক্যাল সমস্যা হয়েছিলো। ইলেকট্রিক্যাল ডিজাস্টার হয়েছিলো। এখন যাই হোক, এখন সব উত্তরণ হয়েছে। এখন কাজ করছি আমরা। আগামী মঙ্গল বা বুধবার দিয়ে দেবো। এর আগে ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সহজে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা যাবে। এতে ২০০ থেকে আড়াইশ টাকা খরচ হবে। ডাক্তারের চেম্বার, ওষুধের দোকান, বিভিন্ন জায়গাতে বসে এই পরীক্ষাটা করা যাবে। Share this:FacebookX Related posts: রোববার থেকে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য! কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭৮৬ জন নতুন শনাক্তের রেকর্ড ‘দ্রুতই ৫ হাজার টেকনোলজিষ্ট নিয়োগ দেয়া হবে’ সারা দেশকে যেসব জোনে ভাগ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরে ১৬৫০ জন নিয়োগ প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সোমবার আসছে আরও ৫০ লাখ ভ্যাকসিন SHARES Matched Content জাতীয় বিষয়: ২১ এপ্রিলকরোনা শনাক্তের কিটগণস্বাস্থ্যসরকারের কাছেহস্তান্তর করবে