গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া কার্যকর

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

সময় সংবাদ ডেস্কঃকরোনা ভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা ও ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর এবং তা পরবর্তী দুই সপ্তাহ বহাল থাকবে।

গতকাল মঙ্গলবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ট্রেনে ভাড়া বাড়ছে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল (আজ) থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।