আগামীকাল শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১ সময় সংবাদ ডেস্কঃপ্রথমবারের মতো গুচ্ছ ভিত্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার প্রাথমিক আবেদন নেয়া শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। অনলাইনে দুপুর ১২টায় শুরু হয়ে ১৫ই এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বষর্ সমণ্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রাথমিক আবেদনে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা প্রাথমিক আবেদন করতে পারবেন। তবে, শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মোট জিপিএ বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০০, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ-৭.৫০ ও মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ -৭.০০ থাকতে হবে। প্রত্যেক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ থাকতে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল এবং চূড়ান্ত আবেদন পরবর্তীতে ভর্তির ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। প্রসঙ্গত, আগামী ১৯শে জুন ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ২৬শে জুন ‘বি’ ইউনিট (মানবিক) ও ৩রা জুলাই ‘সি’ ইউনিটের (ব্যণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১টা পর্যন্ত। Share this:FacebookX Related posts: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করোনা পরীক্ষার সহজ পদ্ধতি চালু হবে : স্বাস্থ্য মহাপরিচালক সমন্বিত নিয়োগবিধি নিয়ে প্রাথমিক শিক্ষকদের অসন্তোষ প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী যারা পাচ্ছেন জাতীয় প্রাথমিক শিক্ষা পুরস্কার আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: আগামীকাল শুরু হচ্ছে গুচ্ছ ভর্তিআবেদনপরীক্ষারপ্রাথমিক