প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; উচ্চ আদালতের স্থগিত আদেশের পর দেশের ৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের যোগদান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদান স্থগিত করে এই আদেশ জারি করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ স্থগিতের নির্দেশনা জারি করা হয়। আগামী ১৬ ফেব্রুয়ারি এসব জেলার নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের কথা ছিল। এই নিয়োগ নিয়ে সংক্ষুব্ধ প্রার্থীদের হাইকোর্টে রিট আবেদনের পর আদালত এই নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্থগিত আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলে ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষণ করা হয়নি অভিযোগ করে দায়ের করা রিট হাইকোর্টে চলছে। ওই রিটের আদেশে ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম করেন আদালত। ফলে, এসব জেলায় ১৬ ফেব্রুয়ারি যোগদানের অনিশ্চয়তা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি নিয়োগ করা শিক্ষকদের যোগদান করা হয়। নতুন নিয়োগ পাওয়া এই শিক্ষকদের যোগদানের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলেও প্রাথমিক শিক্ষা অধিদফতরের আদেশে উল্লেখ করা হয়। Share this:FacebookX Related posts: প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা আর নেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত সমন্বিত নিয়োগবিধি নিয়ে প্রাথমিক শিক্ষকদের অসন্তোষ প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ একনেকে ১৩৬৩৯ কোটি খরচে ৯ প্রকল্প অনুমোদন ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : টিআইবি ১২ মের মধ্যে নবনিযুক্ত চিকিৎসকদের যোগদানের নির্দেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন : প্রধানমন্ত্রী তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে নিম্নচাপে দুর্ভোগে উপকূলবাসী প্যারেডে অংশ নিতে ভারতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল SHARES Matched Content জাতীয় বিষয়: প্রাথমিকসহকারী শিক্ষক নিয়োগ স্থগিত