আমেরিকায় সুপারসার্কেটে গুলি, পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কিং সুপার্স সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এরিক টেলি (৫১) নামের এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (২২ মার্চ) দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। কলরাডোর বোলডারের পুলিশ প্রধান ম্যারিস হ্যারল্ড জানিয়েছেন, হামলায় ১০ জন প্রাণ হারিয়েছে। পরে আহত অবস্থায় একজনকে ধরেছে পুলিশ। ধৃত ব্যক্তিই গুলি চালিয়েছে বলে পুলিশের সন্দেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাতই তারা লাগাতার গুলির আওয়াজ পান। সামাজিক মাধ্যমে দেয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তত তিনজন মেঝেতে পড়ে আছেন। আর এক ব্যক্তিকে হাতকড়া সহ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তার একটা পা থেকে রক্ত পড়ছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির চিকিৎসা চলছে। সুপারমার্কেটের কর্মী অ্যালেক্স জানিয়েছেন, ‘একের পর এক গুলির শব্দ শুনি। তারপরই দেখি মানুষ বেরোবার চেষ্টা করছেন। ভেবেছিলাম, আমিও মারা যাব।’ এই সুপারমার্কেট স্টোরটি কলোরাডো বিশ্ববিদ্যালয়ের কাছে, একটি আবাসিক এলাকার ভিতর। সেখানে ছাত্র ও আবাসিকদের ভিড় লেগে থাকত। পুলিশ গিয়ে ওই স্টোর থেকে বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। কুইনলিন ও নেভান ওই সময় সুপারমার্কেট স্টোরে ছিলেন। তারা জানিয়েছেন, প্রথমে তারা একটা শব্দ শোনেন। তারপর দেখেন, মানুষ ছুটে পালাতে শুরু করেছে। তারপর অন্তত ১৫-২০ বার গুলির শব্দ শোনেন। তখন নেভান দ্রুত কুইনলিনকে নিয়ে বাইরে চলে আসেন। সোজা পার্কিং লটে যান। সেখানে গিয়ে বীভৎস ছবি দেখেন। যারা সুপারমার্কেটে বাজার করতে এসেছিলেন, তাদের কয়েকটি দেহ তারা পড়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তারপর তারা বলতে পারবে, কেন গুলি চলানো হয়েছিল? Share this:FacebookX Related posts: চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেমন হবে নতুন বাবরি মসজিদ পাকিস্তানে গার্মেন্টস ট্র্যাজেডি: ২ জনের মৃত্যুদণ্ড, খালাস নেতারা করোনা বিপর্যয়ের এক বছর, লাখ লাখ মানুষের প্রাণহানি সিনোফার্মের টিকা চীনে গণহারে ব্যবহারের অনুমতি নতুন যুগে যুক্তরাজ্য, ব্রেক্সিট পরবর্তী অধ্যায় শুরু ভারতে প্রথম কোনো নারী ফাঁসির অপেক্ষায় করোনার নতুন ধরন শনাক্ত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আমেরিকায়নিহত ১০পুলিশ কর্মকর্তাসহসুপারসার্কেটে গুলি