এসএসসি ও এইচএসসি: দুই বিষয়ের পরীক্ষা বাতিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে ২০২০ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসির দুই বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন থেকে সিলেবাস থেকে এ দুটি বিষয় তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে এ তথ্য।আর এ দুটি বিষয় হলো চারুকারু ও শারীরিক শিক্ষা। বর্তমানে এসএসসি পরীক্ষায় চারুকারু মৌলিক বিষয় হিসেবে পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। আর শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষার্থীর স্ব-প্রতিষ্ঠান থেকে মূল্যায়নের করে প্রাপ্ত নম্বর শিক্ষা বোর্ডে পাঠানো হয়। এইচএসসি পর্যায়ে চারুকারু ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করা হয়। যেসব শিক্ষার্থী ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করেন তাদের এ বিষয়ে পরীক্ষা দিতে হয়। ঐচ্ছিক বিষয়ে অকৃতকার্য হলে সকল বিষয়ে ফেল হয়ে যায়। এর ফলে ওই পরীক্ষার্থীর জিপিএ নম্বর প্রকাশ করা হয় না।অন্যদিকে ক্লাসে মূল্যায়ন বাড়াতে আগামী বছর ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে ২০২০ শিক্ষাবর্ষে আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর পরের বছর সপ্তম, পরে অষ্টম, নবম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক এক বছরের ব্যবধানে একটি স্তরের পরিবর্তন আনা হবে। যাতে করে নতুন বই পড়ে যে শিক্ষার্থীরা সপ্তম শ্রেণিতে উঠছে তাদের পরবর্তী বছরে নতুন কারিকুলামের বই দেয়া হবে। এখন থেকে মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দীরা! Share this:TwitterFacebook Related posts: এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন টিভি চ্যানেল মনিটরিংয়ের আদেশ বাতিল দুই বিমান লিজে সরকারের ক্ষতি ১১০০ কোটি টাকা কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা, জানা যাবে দুপুরে ২০২১ শিক্ষাবর্ষে সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভিসার দুই অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক পরীক্ষা নিয়েই বিদ্যালয়ে ভর্তি করাতে চান প্রতিষ্ঠানের প্রধানরা ৫ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা,দুই প্রতারক গ্রেফতার কোয়ারেন্টাইন সেন্টারেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা সৌদি আরবে এক সপ্তাহ বিমানের সব ফ্লাইট বাতিল স্কুল খুললেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা SHARES Matched Content জাতীয় বিষয়: এসএসসি ও এইচএসসি:দুইপরীক্ষাবাতিলবিষয়ের