৪ জুলাই করোনামুক্তির উৎসব করতে চান বাইডেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ অনলাইন ডেস্ক : আমেরিকাকে করোনামুক্ত করতে চান বাইডেন। ১ মে-র মধ্যে সব প্রাপ্তবয়স্ককে টিকা। আমেরিকার স্বাধীনতা দিবসে করোনামুক্তির উৎসব করতে চান তিনি। লক্ষ্য ঠিক করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পর করোনা নিয়ে প্রথম ভাষণে তিনি জানিয়ে দিয়েছেন, ‘১ মে-র মধ্যে সব প্রাপ্তবয়স্ককে করোনার ভ্যাকসিন দেয়ার কাজ শেষ করতে হবে। যদি এই সময়ের মধ্যে সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়, তা হলে ৪ মে স্বাধীনতা দিবসে করোনার বিরুদ্ধে বিজয়োৎসব পালন করবে আমেরিকা।’ বাইডেনের এই ঘোষণা এমন একটা সময় এসেছে, যখন করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছেন। এখন বয়স্ক ও যাদের অন্য রোগ আছে, তাদের টিকা দেয়ার কাজ চলছে। আমেরিকার প্রধান ক্রীড়া প্রতিযোগিতাগুলি অধিকাংশই বাতিল করা হয়েছে। বাইডেন এখন আবার আমেরিকার মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেছেন, ‘সকলের সহযোগিতায় ১ মে-র মধ্যে যদি সব প্রাপ্তবয়স্ককে টিকা দেয়া সম্ভব হয়, তা হলে ৪ জুলাই আপনারা পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার বাড়ির লনে বসে স্বাধীনতার উৎসব করবেন। এটা শুধু দেশের স্বাধীনতা উৎসবই হবে না, কোরনা-মুক্তি বা কোভিড-স্বাধীনতা উৎসবও হবে।’ মার্কিন-জার্মান যৌথ গবেষণার ফসল ফাইজার-বায়োনটেকের করোনা টিকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার থেকে৷ জরুরি ভিত্তিতে এই টিকা দেওয়া শুরু হবে দেশের ৬৩৬টি টিকাপ্রদান কেন্দ্রের ১৪৫টিতে৷ এই ধাপে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিকরা৷ শেষ পরীক্ষার ফলাফল অনুযায়ী, এই টিকাটি ৯৫ শতাংশ কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে৷ বাইডেনের পরিকল্পনা, করোনা টিকাকেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো হবে। দন্তচিকিৎসক ও পশুচিকিৎসদেরও করোনার টিকা দেয়ার কাজে লাগানো হবে। মোবাইল টিকা কেন্দ্রগুলি বিভিন্ন আবাসিক এলাকায় যাবে। বাইডেনের মতে, লড়াই শেষ হয়নি। ফলে এখন আলগা দিলে চলবে না। আমেরিকার মানুষকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং হাত ধুতে হবে। ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে। আইনসভা অনুমোদন করার পর বৃহস্পতিবারই এক দশমিক নয় ট্রিলিয়ান করোনা প্যাকেজে সই করেছেন বাইডেন। এর ফলে করোনার কারণে আমেরিকায় যে লাখ লাখ মানুষ বিপাকে পড়েছেন, তাদের সুবিধা হবে। কারণ, এই মাস থেকেই তারা এক হাজার ৪০০ ডলার সাহায্য পেতে শুরু করবেন। বাইডেন জানিয়েছেন, আমেরিকা আবার ছন্দে ফিরছে, তবে তার জন্য আমেরিকানদেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। সূত্র: ডয়েচে ভেলে। Share this:FacebookX Related posts: করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের : বাইডেন সুইং স্টেটের ৬টিতে বাইডেন, ২টিতে এগিয়ে ট্রাম্প বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪ অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাইডেন বিভক্তি নয়, ঐক্যের প্রেসিডেন্ট হবো: জয়ের পর প্রথম ভাষণে বাইডেন মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন ভোট পুনর্গণনাতেও জর্জিয়ায় জিতছেন বাইডেন, বিজয় সুনিশ্চিত হামলার ঘটনা বিদ্রোহের শামিল: বাইডেন ইউরোপে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ বজায় রাখবেন বাইডেন মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন ট্যাক্সের অর্থ আমেরিকানদের পেছনেই খরচ করতে চান বাইডেন নির্বাহী আদেশে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন বাইডেন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৪ জুলাইউৎসব করতে চানকরোনামুক্তিরবাইডেন: