দেশে এক বছরে আত্মহত্যা করেছে ১৪ হাজার ৪৩৬ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে আত্মহত্যা বেড়েছে দাবি করে একটি বেসরকারি সংগঠনের জরিপে বলা হয়েছে, গত বছরের ৮ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে আত্মহত্যা করেছেন ১৪ হাজার ৪৩৬ জন। যার সংখ্যা এর আগের বছরের তুলনায় চার হাজার বেশি। আত্মহত্যাকারীদের মধ্যে ৫৭ শতাংশ পুরুষ ও ৪৩ শতাংশ নারী। ২০ থেকে ৩৫ বছর বয়সিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে। যেসব কারণে আত্মহত্যা করেছে, তার মধ্যে আর্থিক, পড়াশোনা, পারিবারিক সম্পর্কজনিত জটিলতা, হতাশা ও বিষণ্নতা অন্যতম। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের দিন ৮ মার্চ থেকে এ জরিপ শুরু করে আঁচল ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জরিপ প্রকাশ উপলক্ষে শনিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ‘করোনাকালীন পরিস্থিতিতে বেড়েছে আত্মহত্যার হার; মানসিক স্বাস্থ্যঝুঁকিতে’ শীর্ষক সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তানসেন রোজ, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সোহেল মামুন, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আজহারুল ইসলাম প্রমুখ। জরিপ প্রতিবেদনটি উপস্থাপন করেন জরিপ টিমের প্রধান শাওন শাহরিয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপ করতে দেশের দৈনিক সংবাদপত্র, হাসপাতাল ও পুলিশের কাছ থেকে তথ্য নিয়েছে সংগঠনটির কর্মীরা। এরমধ্যে ৩২২টি আত্মহত্যার কেস স্টাডি বিশ্লেষণ করে আত্মহত্যাকারীদের বয়স, জেন্ডার ও আত্মহত্যার কারণ তুলে ধরেছে। করোনা শুরুর আগের বছর ২০১৯ সালে ১০ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে বলে জানিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জরিপে গত বছরের মার্চ থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কে এক বছর ধরা হয়েছে। সে হিসাবে ২০১৯ সালের তুলনায় এক বছরে আত্মহত্যা বেড়েছে ৪ হাজার ৪৩৬ জন। আত্মহত্যা বাড়ার এ হার ৪০ শতাংশ। সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানসেন রোজ বলেন, ‘তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমি একজন তরুণ হিসেবে শঙ্কিত। যে হারে মানসিক সমস্যা বাড়ছে সে হারে বাড়ছে না সচেতনতা। যে কারো আত্মহত্যা করার পিছনে আমাদের পরিবার, সমাজ ও দেশেরও দায় রয়েছে। একটা মানুষ কেন আত্মহত্যা করে তা নিয়ে নির্মোহ বিশ্লেষণ করা দরকার।’ তিনি আরও বলেন, ‘আত্মহত্যা মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগেই দেশের নীতিনির্ধারকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যারা তরুণ আছি, সর্বোচ্চ ভূমিকা রাখার দায়িত্ব তাদেরই। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আত্মহত্যার কারণগুলো আমাদের কাছে যত তুচ্ছই হোক না কেন, আত্মহত্যাপ্রবণ ব্যক্তির কাছে তা অনেক বড় একটি ব্যাপার। তাই মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিয়ে প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত রাষ্ট্রসহ প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য।’ আত্মহত্যা রোধে সুপারিশ প্রতিবেদনে আত্মহত্যা রোধে আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো; আত্মহত্যাপ্রবণ ব্যক্তিকে সাবধানে রাখা, হাতের কাছে ছুরি, কাঁচি, ওষুধ না রাখা; আত্মহত্যাপ্রবণ ব্যক্তিকে একা না রাখা; আত্মহত্যার সতর্ক সংকেত সম্পর্কে জানা; গণমাধ্যমে দায়িত্বশীল প্রতিবেদন লেখা ও প্রকাশ করা, যথাসম্ভব আত্মহত্যার বিস্তারিত বিবরণ ও ধরন বর্ণনা থেকে বিরত থাকা; ক্রাইসিস সেন্টার ও টেলিফোন হটলাইন সারাদেশে চালু করা; আত্মহত্যা রোধে সমাজের সব স্তরের মানুষের এগিয়ে আসা; আত্মহত্যায় ব্যবহৃত জিনিস সহজলভ্য না করা; সব শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলর নিয়োগ নিশ্চিত করা ও সরকারি উদ্যোগে আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের সহযোগিতার ব্যবস্থা করা। Share this:FacebookX Related posts: করোনাভাইরাসে দেশে নতুন আক্রান্ত ৩ জন দেশে হোম কোয়ারেন্টাইনে ৪৭১৮১, ছাড়পত্র পেয়েছেন ১৬৫৬৪ জন দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ দেশে করোনায় নতুন মৃত্যু ৯ আক্রান্ত ৩০৯ দেশে নতুন করোনা আক্রান্ত ৪৯৭, মৃত-৭ দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ দেশে সূর্যগ্রহণ চলছে করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২ মৃত্যু দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content জাতীয় বিষয়: ১৪ হাজার ৪৩৬ জনআত্মহত্যা করেছেএক বছরেদেশে