ইউরোপে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ বজায় রাখবেন বাইডেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ ও ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও তা বজায় রাখা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র। বিবিসি জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের জারি করা একটি ডিক্রিতে ২৬ জানুয়ারি (বাইডেনের দায়িত্ব গ্রহণের ছয় দিন পর) ওই বিধিনিষেধ উঠে যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু বাইডেনের মুখপাত্র জেন সাকি টুইটারে বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এটি নয়। ২০ জানুয়ারি, বুধবার বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। যুক্তরাষ্ট্র গত মার্চে ইউরোপেরও ওপর ও মে-তে ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। ট্রাম্পের ডিক্রি জারি করার পরপরই করা টুইটে সাকি বলেন, “আমাদের চিকিৎসা দলের পরামর্শ অনুযায়ী, ১/২৬ এ ওই বিধিনিষেধগুলো প্রত্যাহার করতে চায় না প্রশাসন। “প্রকৃতপক্ষে কোভিড-১৯ এর বিস্তার প্রশমিত করার জন্য আন্তর্জাতিক ভ্রমণকে ঘিরে জনস্বাস্থ্যের বিধিগুলো আরও জোরদার করার পরিকল্পনা করছি আমরা। বিশ্বজুড়ে (করোনাভাইরাসের) আরও সংক্রামক ধরনগুলো আভির্ভূত হচ্ছে, এটি আন্তর্জাতিক ভ্রমণের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার সময় নয়।” এর মাত্র কয়েক মিনিট আগে হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপের শেঙ্গেন এলাকা ও ব্রাজিলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি আদেশে স্বাক্ষর করেছেন। তবে চীন ও ইরানের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে আদেশে বলা হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) গত সপ্তাহে দেওয়া একটি নির্দেশ অনুযায়ী, ২৬ জানুয়ারি থেকে আকাশপথে যুক্তরাষ্ট্রে আসা অধিকাংশ ভ্রমণকারীকে দেশটিতে প্রবেশের জন্য কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ ফল দেখাতে হবে অথবা রোগ থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হবে। Share this:FacebookX Related posts: সামরিক সমর্থনেও ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন: গবেষণা সুইং স্টেটের ৬টিতে বাইডেন, ২টিতে এগিয়ে ট্রাম্প বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪ অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাইডেন বিভক্তি নয়, ঐক্যের প্রেসিডেন্ট হবো: জয়ের পর প্রথম ভাষণে বাইডেন মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন ভোট পুনর্গণনাতেও জর্জিয়ায় জিতছেন বাইডেন, বিজয় সুনিশ্চিত হামলার ঘটনা বিদ্রোহের শামিল: বাইডেন মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন ফিলিস্তিনিদের জন্য পুনরায় সহায়তা চালু করবে বাইডেন প্রশাসন ট্যাক্সের অর্থ আমেরিকানদের পেছনেই খরচ করতে চান বাইডেন নির্বাহী আদেশে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন বাইডেন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইউরোপে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’বজায়বাইডেন:রাখবেন