সোমবার থেকে অনুমতি ছাড়া ভ্রমণে বৃটিশদের জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃআগামী সোমবার (৮ই মার্চ) থেকে আন্তর্জাতিক ভ্রমণের সময় বৃটেনের যে কেউ তিন পৃষ্ঠার একটি ফরম পূরণ করে তা সাথে রাখতে হবে। ফর্মে বিবরণ দিতে হবে তিনি কেন দেশ ত্যাগ করছেন। এই ফরম পূরণের অর্থ হলো, তিনি কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন যে তিনি লকডাউনের নিয়মানুসারে ভ্রমণের অনুমতি রয়েছে। ফরম পূরণ করার পর তা ডাউনলোড করে অথবা মোবাইলে সঙ্গে রাখতে হবে। ভ্রমণকারী যাত্রীরা যথাযথভাবে ফরমটি পূরণ করেছেন কি না, তা ভ্রমণের আগে নিশ্চিত করবে কর্তৃপক্ষ। যদি কোন যাত্রী কোন কারণে তা প্রদর্শনে ব্যর্থ হন, তাহলে তার ভ্রমণ বাতিল করা হবে এবং জরিমানার মুখোমুখি হতে হবে। বিমান সংস্থা বোডিংয়ের আগে ফরমগুলো সম্পূর্ণ হয়েছে কি না তা চেক করবে। শুক্রবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৮ই মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রা করার আগে তাদের ফরমটি বহন করা বাধ্যতামূলক। আরো বলা হয়, দেশটির স্থলবন্দর ও বিমানবন্দরে পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা যাত্রীদের কাছে এই ফরমটি আছে কি না তা চেক করার ক্ষমতা রাখবেন। কোন যাত্রী দেখাতে ব্যর্থ হলে অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং ২০০ শত পাউন্ড থেকে ৬,৪০০ শত পাউন্ড পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারেন। বৃটেনে এখনও ‘স্টে অ্যাট হোম’ (বাড়িতে থাকার নিয়ম) বহাল রেখেছে সরকার। যার ফলে স্বেচ্ছাসেবক, শিক্ষাসবা কাজের জন্য বিদেশে বিনা অনুমতিতে ভ্রমণ বেআইনি। সরকারের রোড ম্যাপ অনুযায়ী আগামী ১৭ই মের পরে বিদেশে ভ্রমণের অনুমতি রয়েছে। Share this:FacebookX Related posts: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪১ জনের প্রাণহানি মালয়েশিয়ায় ‘বহু বাংলাদেশি টাকার অভাবে টিকিট করতে পারেনি’ প্রতিশোধ না নিতে ইরানকে যেসব প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু, অবরুদ্ধ দেড় কোটি হংকংয়ে বিরোধী এমপিদের বহিষ্কার করে চুক্তি ভেঙেছে চীন: যুক্তরাজ্য ভোট পুনর্গণনাতেও জর্জিয়ায় জিতছেন বাইডেন, বিজয় সুনিশ্চিত ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন একসঙ্গে ৪৩ নাইজেরিয়ান শ্রমিককে গলা কেটে হত্যা হুতি বিদ্রোহীদের হাতে বন্দি ৫ বাংলাদেশি ইসলামিক স্টেটের নতুন টার্গেট আফ্রিকা! ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের নেতৃত্বে বাংলাদেশী কন্টিনজেন্ট SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: জরিমানাবৃটিশদেরভ্রমণেসোমবার থেকে অনুমতি ছাড়া