পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃকোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার সকাল থেকে জেলার সকলরুটে বাস চলাচল করলেও কোন প্রকার ঘোষণা ছাড়াই সকাল ৯টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কে বন্ধ হয়ে যায় বাস চলাচল। এতে বিপাকে পড়েন চলতি পথের যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকার অজুহাতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করেন ইজিবাইক, মাহিন্দ্রা থ্রি হুইলারসহ অন্যান্য যানবাহনের চালকরা। আশাশুনিগামী যাত্রী রেজাউল ইসলাম, জোহরা খাতুন, শুভেন্দু সরকারসহ কয়েকজন জানান, সাতক্ষীরা থেকে আশাশুনির চাপড়া পর্যন্ত ভাড়া ৩৮টাকা। অথচ বাস চলাচল বন্ধ থাকার কারণে যানবাহন বেদে সেই ভাড়া দিতে হচ্ছে ৮০ থেকে ১৫০টাকা। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রী হয়রানী চরমে পৌয়েছে বলে জানান তারা। এদিকে সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, সাতক্ষীরায় সম্প্রতি ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিনভ্যান, মাহিন্দ্রা, গ্রামবাংলাসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। এতে করে ছোট্ট এ শহরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। তাছাড়া মাত্রারিক্ত এসব যানবাহনের কারণে বাসগুলো যাত্রী শূন্য হয়ে পড়েছে। বুধবার সকালে যাত্রী ধরা নিয়ে বাস শ্রমিকদের সাথে ইজিবাইক চালকদের মারামারি হলে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: আজ রাজশাহীতে বিএনপির সমাবেশ, বাস চলাচল বন্ধ বরিশাল সড়কে মুক্তিযুদ্ধার মৃত্যু সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ বাল্য বিবাহ বন্ধে ওসির বিশেষ ক্লাস সড়কে প্রাণ গেল বাবা-মেয়েসহ ছয়জনের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে জনদুর্ভোগ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ৩- আহত ৮ সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: চলাচলপূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা-আশাশুনিবন্ধ!বাসসড়কে