মরা আম গাছ ভেঙ্গে মাথায় পড়ে নিহত ২

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় মরা আম গাছ ভেঙে মাথায় পড়ে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মল্লিক বাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মল্লিকবাড়ী গুবুদ্দা গ্রামের সূর্য মিয়ার ছেলে নাসির উদ্দীন (৩৩) ও মল্লিকবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ মিয়া (৩৫)।

জানা যায়, ঘটনায় সময় ওই বাজারে একটি অনুষ্ঠান দেখতে আসেন নাসির উদ্দীন ও শহিদ মিয়া। এ সময় মরা একটি আম গাছ হঠাৎ তাদের ওপর ভেঙ্গে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দীরকে মৃত ঘোষণা করেন। আহত শহিদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভালুকা মডেল থানার ওসি তদন্ত মেহেদী হাসান।