মহারাষ্ট্রে ২২৫ স্কুলশিক্ষার্থী করোনা আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় একটি বোর্ডিং স্কুলের ২২৫ জন শিক্ষার্থী এবং চার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। এতে স্কুলটিকে করোনা সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করেছে রাজ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় মহরাষ্ট্রে লকডাউনের আশঙ্কা আরো জোরালো হল। দুই সপ্তাহ আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে দুটি স্কুলের ১৮৯ শিক্ষার্থী এবং ৭০ শিক্ষক করোনায় আক্রান্ত হন। এরপর মহারাষ্ট্রের ২২৫ জন স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। খবর আনন্দবাজার। খবরে বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীরা অধিকাংশই রাজ্যর অমরাবতী ও ইভাতমাল জেলার। আর এই দুই জেলায় সম্প্রতি করোনার নতুন ধরণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চার মাসের মধ্যে রাজ্যে করোনা শনাক্তের হার বুধবারই সবচেয়ে বেশি। একই সময়ে করোনায় মহারাষ্ট্রে ৮০ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২১ হাজার ১১৯। আর মৃত্যু হয়েছে ৫১ হাজার ৯৩৭ জনের। এদিকে ওই স্কুলের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর করোনা টেস্ট করা হয়েছিল। তারপরও এতজন কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অন্যদিকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ওয়াসিম জেলার একটি মন্দিরে শিবসেনার মন্ত্রী সঞ্জয় রাথোড়ের আগমন উপলক্ষে করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বিপুল মানুষের সমাগম ঘটে। ওই জমায়েতে এক নারীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলো। এ ব্যাপারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, যারা স্বাস্থ্যবিধি ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, আইন সবার জন্য সমান। করোনার প্রকোপের কারণে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ভারতের রাজ্যগুলোয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। ৮ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় স্কুল খোলার পর দুটি সরকারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরা করোনায় আক্রান্ত হয়েছেন। শিক্ষার্থী-শিক্ষকরা করোনায় আক্রান্ত হওয়ার পরই স্কুল দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। Share this:FacebookX Related posts: করোনা আক্রান্ত ২০ হাজার রোগীকে মেরে ফেলতে আদালতের অনুমতি চেয়েছে চীন! চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেমন হবে নতুন বাবরি মসজিদ করোনা বিপর্যয়ের এক বছর, লাখ লাখ মানুষের প্রাণহানি সিনোফার্মের টিকা চীনে গণহারে ব্যবহারের অনুমতি নতুন যুগে যুক্তরাজ্য, ব্রেক্সিট পরবর্তী অধ্যায় শুরু ভারতে প্রথম কোনো নারী ফাঁসির অপেক্ষায় করোনার নতুন ধরন শনাক্ত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ২২৫ স্কুলশিক্ষার্থীকরোনা আক্রান্তমহারাষ্ট্রে