​বাবুগঞ্জে এ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখী সংঘর্ষে নবজাতক নিহত, গুরুত্বর আহত-৬

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

সময় সংবাদ ডেস্কঃবাবুগঞ্জের বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে চরমোনাই মাহফিলগামী বাসের সাথে ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স মুখোমুখী সংঘর্ষে ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সে থাকা নবজাতক নিহত হয়েছে। গুরুত্বর ৬জনসহ আহত হয়েছে অন্তত ১০জন।

আহতরা সবাই এ্যাম্বুলেন্স এর আরোহী ছিলেন।

২২ফেব্রুয়ারি সোমবার দুপুর দেড়টার দিকে সড়ক দূর্ঘটনাটি ঘটে। বাস নং-ঢাকা মেট্র-ব-০২-০৫২৯ ও এ্যাম্বুলেন্স নং-ঢাকা মেট্র-ছ-৭১-৩৯৩৯। নিহত নবজাতক ও গুরুত্বর আহতদের স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

হাসপাতাল সূত্র জানায়, নবজাতকের মা ও এম্বুলেন্স চালকসহ ৩জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত রয়েছেন। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা এম্বুলেন্সে আটকাপড়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।