সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

নিউজ ডেস্ক :কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাঁটিয়ামাড়ী সীমান্তে হাসিনুর হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনুর হোসেন উপজেলার রৌমারী ইউনিয়নের খাঁটিয়ামাড়ী এলাকার হাশেম আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রৌমারী উপজেলার খাঁটিয়ামাড়ী সীমান্ত এলাকার ১০১৮ পিলারের মধ্য দিয়ে ধানের বীজ ভারতে দিয়ে জিরা-মসলা নিয়ে ফেরার সময় বিএসএফের গুলিতে হাসিনুরের মৃত্যু হয়।

তবে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ বলেন, রৌমারী সীমান্তে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রৌমারী থানা পুলিশের ডিউটি অফিসার মুনতাসির বিল্লাহ বলেন, সীমান্ত থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।