মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা : ফারুক খান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১ সময় নিউজ ডেস্ক :যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা বাঙালি, আজ আমরা বাংলাদেশি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। সেই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামী ৫ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আরও বাড়ানো হবে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার।’ বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, ওসি আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান, গোলজার মিয়া, উপজেলা প্রকৌশলী সচিন কুমার দত্ত প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সচিন কুমার দত্ত জানান, ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। কনফারেন্স রুম, কমিউনিটি সেন্টারের সুযোগ-সুবিধা, দোকান এবং মুক্তিযোদ্ধাদের অফিসিয়াল কার্যক্রমের জন্য অফিস রুম। Share this:FacebookX Related posts: ১৫ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা মুক্তিযোদ্ধাদের সম্মানী বেড়ে ২০ হাজার টাকা হচ্ছে ১০ হাজার টাকা খরচে মাল্টা চাষে ৫ লাখ টাকা লাভের আশা মুক্তিযোদ্ধাদের কাউকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়নি ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে নাইজেরিয়ায় বিক্ষোভে গুলি, ২০ জনের মৃত্যু ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সংসদীয় কমিটির সুপারিশ আধা ঘণ্টায় লেনদেন ছাড়াল দেড়শ কোটি টাকা ৪১ বছরে তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া খান গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সমাহিত SHARES Matched Content মুক্তিযুদ্ধ বিষয়: ২০খানটাকাফারুকভাতামুক্তিযোদ্ধাদেরহাজার