আত্রাইয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামুকার অনুমোদন বিহিন গেজেটভুক্ত ৪৫ জন বীর মুক্তিযোদ্ধার বিভিন্ন তথ্যাদি বাছায়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকতেখারুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা যাচাই-বাছায় কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান, আনিছুর রহমান বুলু, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।