চট্টগ্রাম টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু প্রথম টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছেন মুমিনুল। টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ দল।

অধিনায়কত্বের ছোট্ট মেয়াদে এই প্রথম পূর্ণ শক্তির দল পাচ্ছেন মুমিনুল হক। এর আগে যে চারটি টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান, সেখানে সাকিব আল হাসান তো নিষেধাজ্ঞার কারণে ছিলেনই-না, পাশাপাশি কখনো ছিলেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল তো কখনো উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

হঠাৎ করেই বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে যাওয়া মুমিনুল এর আগে চার টেস্টের তিনটিতেই হেরেছেন। তিনটিই ইনিংস ব্যবধানে হার। তবে তিনটি টেস্টই ছিল বিদেশের মাটিতে। দুটি ভারতে আর একটি পাকিস্তানে। আর দেশের মাটিতে তার অধিনায়কত্বে যে একমাত্র টেস্টটি খেলেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টটিতে জিতেছে।

টেস্ট সিরিজ উপলক্ষে বোলিং বিভাগে শক্তি নিয়ে ফেরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কেমন করে, সেটিই এখন দেখার। করোনা হানা দেওয়ার পর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, লাল বলের ক্রিকেটে বাংলাদেশের প্রায় ১১ মাসের বিরতি ঘুচছে।

বাংলাদেশ একাদশ:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মসেলি, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভান, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মেয়ার্স।