মাধবদী পৌরসভায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
মাধবদী পৌরসভায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক

সুমন পাল, মাধবদী(নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধবদী পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ব্যবস্ত সময় পাড় করছে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোশাররফ হোসেন মানিক।

নৌকা মার্কার সমর্থনে আজ ৩১ জানুয়ারী রবিবার সকালে পৌর এলাকার ৫নং ওয়ার্ডে গনসংযোগ ও বিকাল ৩টায় ১১নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র ও বর্তমান নৌকার প্রার্থী হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আবারও নির্বাচিত হতে পারলে আপনাদের এ ওয়ার্ডকে মাধবদীর মধ্যে সবচেয়ে সুন্দর করে গড়ে তুলব। আমি শুধু আপনাদের আলবাসা চাই। আমার প্রতি ভালবাসা থাকলে আপনারা দলমত নির্বিশেষে আগামী ১৪ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আপনারা আমাকে জায়গা দিবেন আমি আপনাদের রাস্তা করে দেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী , শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, শিলমান্দী ইউপি চেযারম্যান আব্দুল বাকির, ১১নং ওয়ার্ড কাউন্সিলর এ আর বোরহান, নরসিংদী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, নরসিংদী সদর উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভুইয়া, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এস এম সেলিম সিকু, সহ সভাপতি আলমগীর হোসেন ভূইয়া, প্রফেসর ইসমাইল ভূইয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ,৩নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ্, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, সাংবাদিক মতিউর রহমান, প্রবিন আওয়ামীলীগ নেতা রবিন্দ্র সাহা, ছাত্রনেতা আরিফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নওশের আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ১২টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।