ভাঙা হবে বাবুবাজার ব্রিজসহ ১৩ ব্রিজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; নৌ পরিবহন ব্যবস্থাপনার স্বাভাবিক রাখতে বাবুবাজার ব্রিজসহ ঢাকার আশ-পাশের ১৩টি ব্রিজ ভেঙে পুননির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের ঢাকার আশ-পাশে যে নদীগুলো আছে, সেগুলোর ওপরে পরিবহন ব্যবস্থার জন্য বেশকিছু ব্রিজ বা সেতু নির্মাণ করা হয়েছে। যখন নির্মাণ করা হয়েছে তখন সবগুলো বিবেচনায় রেখে না হলেও কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ যেহেতু উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী সেলক্ষ্যে কাজ করছেন, অতএব নৌ পরিবহন ব্যবস্থাপনার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব দিতে হলে এসব ব্রিজগুলোর উচ্চতা বৃদ্ধি না করার কোনো সুযোগ নেই। না হলে নৌ চলাচল ব্যবস্থা বিঘ্নিত হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে কমিটির পক্ষ থেকে ১৩টি ব্রিজকে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে এলজিইডি’র ৬টি, সেতু বিভাগের ৬টি এবং ১টি রেল মন্ত্রণালয়ের। এগুলোর উচ্চতা বৃদ্ধি করে যাতে নৌ পরিবহন ব্যবস্থা সচল করা যায় সেজন্য টেকনিক্যালি তারা কাজ শুরু করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব ব্রিজকে চিহ্নিত করা হয়েছে সেসব জায়গায় নৌ চলাচল করতে হলে সেগুলো ভেঙে পুননির্মাণ করতে হবে। এলজিইডি ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। তাজুল ইসলাম বলেন, আমাদের সুয়ারেজ সিস্টেমকে ইমপ্রুভ করতে বলা হয়েছে, নদীগুলোর তীরে যেসব শিল্প কারখানা আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে, মোট ২ হাজার ১০৪টি। এরমধ্যে যেগুলোর মধ্যে ইটিপি নেই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানাকে বন্ধ ও অনেকগুলোকে জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটিতে ইটিপি সচল করা সম্ভব হয়েছে এবং ইটিপি যাতে সঠিকভাবে চলে সেজন্য তারা টেকনোলজি ব্যবহার করছেন। একইসঙ্গে খালগুলো নিয়ে সিটি কর্পোরেশন দৃশ্যমান কিছু কাজ করেছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর ৩১২ বাংলাদেশিকে চীন থেকে ফেরাতে সরকারের ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা রমজানে ঘরেই তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘বিশ্বস্ত এক সহযোদ্ধাকে হারালাম’ আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত আজ থেকে শুরু ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অভিন্ন ৬ নদীর পানিবণ্টনের তথ্য চায় বাংলাদেশ SHARES Matched Content জাতীয় বিষয়: বাবুবাজারব্রিজসহ ১৩ ব্রিজভাঙা হবে